ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

প্রধান বিচারপতির কাছে বিচারকের বিরুদ্ধে নালিশ

প্রকাশনার সময়: ৩০ নভেম্বর ২০২১, ১৯:৫৮

ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক তাবাসছুম ইসলামের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে আইনজীবীদের সঙ্গে অশোভন ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ পাঠিয়েছেন এক আইনজীবী।

অভিযোগকারী আইনজীবীর নাম মো. জাহিদুর রহমান মিয়া। তিনি ঢাকা আইনজীবী সমিতির সদস্য।

এ আইনজীবী জানান, অভিযোগটি রেজিস্ট্রি ডাকযোগে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলে বরারব পাঠানো হয়েছে। এ ছাড়া অভিযোগের অনুলিপি আইনমন্ত্রী, আইন সচিব ও ঢাকা আইনজীবী সমিতির সভাপতি/ সাধারণ সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।

অভিযোগ সম্পর্কে এ আইনজীবী জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪, ঢাকায় তিনি একটি মামলা পরিচালনা করেন। সে মামলায় চার্জ শুনানিতে আসামির অব্যাহতির আবেদনের বিষয়ে আংশিক বক্তব্য শ্রবন করে এবং দাখিলকৃত কাগজপত্র ও মামলার নথি ধরে না দেখেই চার্জগঠনের আদেশ প্রদান করেন। এ ছাড়া তিনিসহ অনেক আইনজীবীর সঙ্গে অশোভন আচরণ করা, বেআইনি আদেশ প্রদান এবং আসামিদের জামিন স্থায়ী না করার অভিযোগ করেছেন।

অভিযোগের বিষয়ে তিনি আরও বলেন, বিচারপ্রার্থীরা ন্যায় বিচার জন্য আদালতে আসেন। ন্যায় বিচার থেকে বঞ্চিত হলে অপর পক্ষের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু আর্থিক অসমর্থতার কারণে সব বিচার প্রার্থীর সে সুযোগ থাকে না। তাই বিচারিক আদালতেই বিজ্ঞ বিচারক মহোদয়দের ন্যায় বিচার করার যোগ্য হওয়া প্রয়োজন। বিচারকদের আচরণ বিধিতে রয়েছে যে, ‘বিচারককে আইনজীবী এবং বিচারপ্রার্থী জনগণের প্রতি ধৈর্যশীল হবেন এবং সম্মানজনক আচরন প্রদর্শন করবে।’ কিন্তু উক্ত বিচারক মহোদয়ের মধ্যে উল্লেখিত নীতিমালা একেবারেই পরিলক্ষিত হয় না।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ