ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
দেয়াল চাপায় শিশুর মৃত্যু

কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ

প্রকাশনার সময়: ১১ নভেম্বর ২০২১, ২২:৪৬

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে রাজধানীর আজিমপুরে দেয়াল চাপা পড়ে শিশু জিহাদ (৭) মারা যাওয়ার ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পক্ষে এ নোটিশ পাঠান আইনজীবী আব্দুল হালিম।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র সচিব, গণপূর্ত সচিব, গণপূর্ত ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিইওসহ ৯ জন বরাবরে এ নোটিশ পাঠানো হয়। সাত দিনের মধ্যে এ বিষয়ে জবাব না মিললে হাইকোর্টে রিট করার কথা বলা হয়েছে।

গত মঙ্গলবার বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে রাজধানীর আজিমপুরে দেয়াল চাপা পড়ে জিহাদ (৭) নামের ওই শিশুর মৃত্যু হয়। জিহাদ লালবাগ শহীদ নগর এলাকার পান বিক্রেতা নাজির হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।

নাজির হোসেন জানান, জিহাদ আজিমপুর দিবাকালীন শিশু যত্ন কেন্দ্রে প্রথম শ্রেণিতে পড়ত। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও ছেলেকে হাতে ধরে আজিমপুর শেখ সাহেব বাজার সরকারি কলোনির পাশ দিয়ে স্কুলে নিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় কলোনির বাউন্ডারি দেয়াল ধসে পড়লে চাপা পড়ে জিহাদ। এ অবস্থায় এলাকাবাসীর সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ