ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

সাবেক প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে মামলা খারিজ

প্রকাশনার সময়: ২২ আগস্ট ২০২৪, ১৮:৩৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধের ঘটনায় ক্ষমতাচ্যুত সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলা খারিজ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এর ২৫ ও ২৭ ধারায় করা মামলাটি ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এফ এম জুলফিকার হায়াত খারিজের এই আদেশ দেন। আইনজীবী ইশরাত হাসান এসব তথ্য নিশ্চিত করেন।

ডিজিটাল মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে মো. সোহাগ মল্লিক এই মামলা দায়ের করার পর সকালেই শুনানি শেষে পরে আদেশ দেবেন বলে জানান বিচারক।

বিকেলে আদেশ দেওয়ার সময় সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এফ এম জুলফিকার হায়াত বলেন, সাইবার নিরাপত্তা আইনে মামলার নেওয়ার মতো কোনো উপাদান না থাকায় খারিজ করা হলো।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ