অনুমোদনহীন এনার্জি ড্রিংকস ‘ব্লু’ বাজারজাত করার মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন ফুডব্লগার ও ইউটিউবার ইফতেখার রাফসান (রাফসান দ্য ছোটভাই)।
বুধবার (২৬ জুন) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি নিয়ে তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। গত ২৪ এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত রাফসানের মেসার্স ব্লু ড্রিংকসে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণহীনভাবে ড্রিংকস তৈরি করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ওই খবর শুরুতে প্রকাশ না পেলেও রাফসানের পরিবারের ব্যাংক ঋণ ইস্যুতে আলোচনা শুরু হলে ১৭ মে খবরটি নতুন করে সামনে আসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
নিবন্ধন ছাড়াই মোড়কজাত ও বাজারজাত করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন -২০১৮’ এর ৪১ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় প্রতিষ্ঠানটিকে।
কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেটে্রালজি) এবং সার্বিক সহযোগিতা করেন ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার (সিএম)।
নয়াশতাব্দী/একেমন্তব্য করুন
আমার এলাকার সংবাদ