ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

৭ দিনের রিমান্ডে কনস্টেবল কাউসার 

প্রকাশনার সময়: ০৯ জুন ২০২৪, ১৬:৩১

রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোন এলাকায় কনস্টেবল মনিরুল হককে গুলি করে হত্যার ঘটনায় ঘাতক কাউসার আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে রোববার (৯ জুন) বিকেলে কাউসার আলীকে তোলা হয়। পরে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ড. খঃ মহিদ উদ্দিন জানান, ওই দুই পুলিশ কনস্টেবলের মধ্যে কোনো বিরোধ ছিল কিনা, এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ চলছে, পূর্ণাঙ্গ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

গত রাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের বিবরণসহ সবকিছু শুনে বিষয়টি তদন্ত করা হবে।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ