ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

ঢাকা আইনজীবী সমিতির দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে

প্রকাশনার সময়: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৮

ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২৫ কার্যকরী কমিটি নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ, এরপর গণনা।

এর আগে ভোটের প্রথম দিন বুধবার (২৮ ফেব্রুয়ারি) একইভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২১ হাজার ২০৮ জন ভোটারের মধ্যে চার হাজার ২৩০ আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুর রহমান হাওলাদার। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন মো. আনোয়ার শাহাদাত। অপরদিকে বিএনপি-সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খোরশেদ মিয়া আলম। সাধারণ সম্পাদক পদে লড়ছেন সৈয়দ নজরুল ইসলাম।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ