তথ্য শতভাগ সত্য হলে বিচারকের বিরুদ্ধেও সংবাদ প্রকাশ করা যাবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম। তিনি বলেছেন, সত্য খবর অবশ্যই প্রচার করবেন। সেটি বিচারকদের বিরুদ্ধে হলেও। কিন্তু নিউজটা হতে হবে শতভাগ সত্য।
সেইসঙ্গে বিচারপতিদের ব্যক্তিগত জীবন ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছেন তিনি।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন এই বিচারপতি। কর্মশালার আয়োজন করে আইন-আদালত বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল' রিপোর্টার্স ফোরাম।
ইনায়েতুর রহিম বলেন, বর্তমান সময়ে ঢাকায় যদি কোনো বিচারপতির চারটা ফ্ল্যাট থাকে তাহলে আপনারা চারটির তথ্যই দেবেন। সূত্রের বরাত দিয়ে ভুল তথ্য দেওয়া যাবে না।
সংবাদ পরিবেশনের ক্ষেত্রে শিশুদের নাম ও ছবি প্রকাশ ও প্রচার না করা, হাইকোর্টের রায় মেনে চলর পরামর্শ দেন বিচারপতি ইনায়েতুর।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ