ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

বিআরডিবি কর্মকর্তা মুকুল হত্যা: ৬ আসামির জামিন নামঞ্জুর

প্রকাশনার সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৯

নোয়াখালী সদর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কর্মকর্তা হুমায়ন কবির মুকুল (২৩) হত্যা মামলায় ছয় আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন।

মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিনারুল ইসলাম জানান, দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মকর্তা হুমায়ন কবির মুকুল হত্যা মামলার আসামি সাহাব উদ্দিন (৩৫), আব্দুল মালেক (৬০) জাহাঙ্গীর (৫৫) সবুজ (৩৮) রায়হান (২৬) রুবেল (৩৮) আদালতে জামিন আবেদন করেন। এরপর বিচারক দুপক্ষের যুক্তিতর্ক শুনে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, নিহত মুকুল বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পে’র নোয়াখালী সেনবাগের মাঠ সহকারী পদে কর্মরত ছিলেন। গ্রেপ্তার ওমর ও মামলার অপর আসামিরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের কারবারে ভিকটিম বাধা দেওয়ায় ভিকটিমের প্রতি আসামিদের ক্ষোভের সৃষ্টি হয়। গত ১ অক্টোবর সকালে আসামি কালাম ভিকটিমকে প্রকাশ্যে বাজারে মেরে ফেলার হুমকি দেয়। পরে একই দিন বেলা ১১টার দিকে সদর উপজেলার সাহেবের হাট বাজারে মুকুলের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। চিকিৎসাধীন মুকুলের গত ১৭ নভেম্বর সকালে মৃত্যু হয়।

এর আগে গত ৬ অক্টোবর নিহতের মা মমতাজ বেগম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে সুধারাম থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। যা পরে হত্যা মামলায় রূপ নেয়।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ