ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: দায় কার, প্রশ্ন হাইকোর্টের

প্রকাশনার সময়: ২৯ জানুয়ারি ২০২৪, ১৪:০৯ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪, ১৫:৪৫

রাজধানীতে মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তা দীপু সানার মৃত্যুর ঘটনায় বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সোমবার (২৯ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এ রুল জারি করেন।

আদালত বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত চলছে। অন্তর্বর্তীকালীন আদেশ দেয়া হবে না।

এর আগে গত বুধবার রাজধানীর মৌচাকে মাথায় ইট পড়ে নিহত ব্যাংক কর্মকর্তা দিপু সানার মৃত্যুর ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ও তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট মোশারফ হোসেন এ রিট দায়ের করেন। রিটের পক্ষের আইনজীবী হলেন অ্যাডভোকেট ছফওয়ান করিম। স্বরাষ্ট্র সচিব, রাজউকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে রাজধানীর মৌচাকে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দীপান্বিতা বিশ্বাস দীপু। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ