ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর গ্রেফতার

প্রকাশনার সময়: ১৪ জানুয়ারি ২০২৪, ১৪:৩৯ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪, ১৪:৪৪

গ্রেফতার হলেন আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার। শনিবার (১৩ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে গুলশান থানা পুলিশ।

বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার রিফাত রহমান শামীম। তিনি বলেন, মঞ্জুর আলমকে গ্রেফতার করে সকালে (রোববার) আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে শতাধিক মামলায় ওয়ারেন্ট রয়েছে। এ ছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ আইনেও তার বিরুদ্ধে মামলা রয়েছে।

এই মামলার বাদী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তথ্যমতে, আলেশা মার্ট ২০২০ সালের ১০ নভেম্বর ঢাকার উত্তর সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেয়। আনুষ্ঠানিকভাবে আলেশা মার্টের যাত্রা শুরু হয় ২০২১ সালের ৭ জানুয়ারি।

এরপর কম মূল্যে মোটরসাইকেলসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য সরবরাহের জন্য গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নেয় প্রতিষ্ঠানটি। তবে বহু গ্রাহককে পণ্য না দিয়ে কিংবা টাকা ফেরত না দিয়ে তারা প্রতারণার মাধ্যমে টাকা পাচার করে।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ