ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

ড. ইউনূসের মামলার রায় ঘোষণা আজ

শ্রম আইন লঙ্ঘন
প্রকাশনার সময়: ০১ জানুয়ারি ২০২৪, ১২:৫৩ | আপডেট: ০১ জানুয়ারি ২০২৪, ১২:৫৮

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চার কর্মকর্তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় ঘোষণা হবে আজ সোমবার (১ জানুয়ারি)। আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কসহ চূড়ান্ত শুনানি শেষে গত ২৪ ডিসেম্বর ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা রায়ের এ দিন ধার্য করেন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে এ মামলা করেছিলেন।

এতে শ্রমিক অংশগ্রহণ ও কল্যাণ তহবিল গঠন এবং নিট মুনাফার ৫ শতাংশ তহবিলে না দেয়া, শ্রমিক-কর্মচারীদের মজুরিসহ বার্ষিক ছুটি, ছুটি নগদায়ন ও ছুটির বিপরীতে নগদ অর্থ না দেয়া, চাকরি স্থায়ী না করাসহ শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়। মামলার অন্য তিন আসামি হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।

শুনানিতে আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী। অন্যদিকে মুহাম্মদ ইউনূসের আইনজীবীরা বলছেন, মামলায় আনা অভিযোগ প্রমাণে বাদীপক্ষ ব্যর্থ হয়েছে। তাই ড. ইউনূসরা বেকসুর খালাস পাবেন। ড. মুহাম্মদ ইউনূস একাধিকবার নিজেকে নির্দোষ দাবি করেছেন।

নয়াশতাব্দী/ আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ