শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

আদালত বর্জনের শপথ নিলেন বিএনপিপন্থী আইনজীবীরা

প্রকাশনার সময়: ৩১ ডিসেম্বর ২০২৩, ১৬:০৬
ছবি- সংগৃহীত

আগামীকাল থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সারা দেশের সকল আদালত বর্জনের কর্মসূচি পালন করবে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে বিএনপিপন্থী আইনজীবীরা আদালত বর্জনের শপথ নেন।

বিএনপির শীর্ষ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, আমরা এখান থেকে শপথ নিলাম আগামীকাল থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালতের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করব না। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আইনজীবীরা আন্দোলন চালিয়ে যাবে।

এসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, জামায়াত সমর্তিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুবসহ অনেকে।

এর আগে ১-৭ জানুয়ারি আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ সারা দেশের আদালত বর্জনের ঘোষণা করে বিএনপিপন্থি আইনজীবীরা। গত বুধবার সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ