রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টার সময় গ্রেফতার সুজনকে দুইদিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা দিবা ছন্দার আদালত এই আদেশ দেন।
এর আগে গত ২৩ ডিসেম্বর বিকেলে এভারকেয়ার হাসপাতালে সন্দেহভাজন হিসেবে সুজন নামের ওই যুবককে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে ভাটারা থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশসূত্রে জানা গেছে, সুজনের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার চর চাঁদপুরে। পরে আদালতে তার রিমান্ড চাইলে গত ২৪ ডিসেম্বর এই আসামিকে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে দুইদিনের রিমান্ডে নিতে আদেশ দেন আদালত।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, সুজন নামে এক ব্যক্তি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তবে তার কাছে কোনো অনুমতি ছিল না। এজন্য তাকে আমাদের কাছে দেওয়া হয়েছিলো। তাকে জিজ্ঞাসাবাদ চলমান আছে।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ