ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টা, যুবক দুইদিনের রিমান্ডে

প্রকাশনার সময়: ২৪ ডিসেম্বর ২০২৩, ১৯:১২ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩, ১৯:১৯
ছবি- সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টার সময় গ্রেফতার সুজনকে দুইদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা দিবা ছন্দার আদালত এই আদেশ দেন।

এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে হাজির করে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক দুইদিনের রিমান্ডে নিতে আদেশ দেন।

এর আগে শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সন্দেহভাজন হিসেবে সুজন (৩৪) নামের ওই যুবককে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে ভাটারা থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশসূত্রে জানা গেছে, সুজনের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার চর চাঁদপুরে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম গতকাল রাতে বলেন, সুজন নামে এক ব্যক্তি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তবে তার কাছে কোনো অনুমতি ছিল না। এজন্য তাকে আমাদের কাছে দিয়েছে। জিজ্ঞাসাবাদ চলমান আছে।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ