ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

শ্রম আদালতে হাজির ড. ইউনূস  

প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২৩, ১৫:২৭
ছবি- সংগৃহীত

শ্রম আদালতে হাজির হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে শ্রম আদালতে হাজির হয়েছেন গ্রামীণ টেলিকমের আরও চার কর্মকর্তা।

রোববার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় শেখ মেরিনা সুলতানার তৃতীয় শ্রম আদালতে হাজির হন ড. ইউনূস।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় নিজের যুক্তি তুলে ধরতে তিনি আদালতে হাজির হন। তাকে সহযোগিতা করছেন অ্যাডভোকেট এস এম মিজানুর রহমান।

আদালতে ড. ইউনূসের পক্ষে যুক্তি উপস্থাপন করছেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

এর আগে গত সোমবার ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। সেদিন তার আইনজীবী এই মামলায় তাদের পক্ষের যুক্তি তিন ভাগে উপস্থাপন করেন। আইনজীবী বলেন, গ্রামীণ টেলিকমের সঙ্গে ড. ইউনূসের কোনো সম্পর্ক নেই। তিনি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী মাত্র।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এই মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ