ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবের ৫ মাসের কারাদণ্ড 

প্রকাশনার সময়: ২২ নভেম্বর ২০২৩, ১৬:৪১ | আপডেট: ২২ নভেম্বর ২০২৩, ১৭:০৪
ছবি- সংগৃহীত

আদালত অবমাননার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই কারাদণ্ড দেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) মো. হাবিবুর রহমান হাবিবকে (৬৯) গ্রেফতার করার কথা জানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‍্যাব-২-এর পাঠানো এক বার্তায় বলা হয়, রাজধানীর পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। হাইকোর্টকে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় তিনি গ্রেফতার হন।

র‍্যাব বলেছে, উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। এরপর আজ (২২ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হয়।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ