ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দাবি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) আত্মহত্যা করেছেন। ডিবির এই দাবির সপক্ষে ‘প্রমাণ’ দেখতে বুয়েটের একদল শিক্ষার্থী রাজধানীর মিন্টো রোডে সংস্থাটির কার্যালয়ে গেছেন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তারা ডিবি কার্যালয়ে পৌঁছান।
শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, ফারদিনের মৃত্যু ও সুষ্ঠু বিচারের দাবিতে সকালে বুয়েটে তাদের মানববন্ধন করার কথা ছিল। ডিবি ফারদিনের আত্মহত্যার কথা বলেছে, যা তারা বিশ্বাস করতে পারছে না। ফলে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে ডিবি। শিক্ষার্থীদের তারা (ডিবি) ফারদিন যে আত্মহত্যা করেছে এ সংক্রান্ত তথ্য-প্রমাণ ও তদন্ত সংশ্লিষ্ট বিষয়গুলো দেখাতে ডেকেছে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ