রাস্তায় চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার লুকিং গ্লাস বাইরে প্রতিস্থাপনের নির্দেশনা জানিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সম্প্রতি সুপ্রিম কোর্টের এ সংক্রান্ত এক আদেশের পর গতকাল বুধবার সংস্থাটি এমন বিজ্ঞপ্তি জারি করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী দুই মাসের মধ্যে সিএনজিচালিত অটোরিকশার উভয় পাশে ‘এক্সটারনাল সাইড ভিউ মিরর’ লাগানোর জন্য সংশ্লিষ্ট অটোরিকশার মালিকদের নির্দেশ দেয়া হয়েছে।
আগামী বছরের ৬ ফেব্রুয়ারির মধ্যে সব অটোরিকশার উভয় পাশে এক্সটারনাল সাইড ভিউ মিরর লাগাতে হবে। তা না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এর আগে গত ৬ ডিসেম্বর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আদেশে আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন আদালত। একই সঙ্গে লুকিং গ্লাস প্রতিস্থাপন বিষয়ে বৃহৎ পরিসরে জাতীয় পত্রিকায় এবং গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিষয়টি সংশ্লিষ্টদের জানাতে বলেছেন।
আদেশ অনুসারে সিএনজিচালিত অটোরিকশায় এখন থেকে বাধ্যতামূলকভাবে আয়না লাগাতে হবে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ