ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সারাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশনার সময়: ১৪ ডিসেম্বর ২০২২, ১৯:৪৫

রাজধানী ঢাকার মতো সারাদেশে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টায় প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে সারাদেশে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ মানুষ। নয়া শতাব্দীর জেলা প্রতিনিধিদের পাঠানো নিউজ পাঠকদের জন্য তুলে ধরা হলো-

রাজশাহী ব্যুরো জানান, রাজশাহীতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে নগরীর সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর নগরীর টি-বাঁধ সংলগ্ন বাবলাবন বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা এবং দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নাটোর প্রতিনিধি জানান, নাটোরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ, নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলামসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, জেলা প্রশাসক অলিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, পুলিশ সুপার কামাল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহমুদুল হক শাহজাদা, সাবেক ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, অধ্যাপক জহুরুল কাইয়ুম, আওয়ামী লীগ নেতা পিয়ারুল ইসলাম, সুদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পালসহ প্রমুখ।

চিলমারী উপজেলা প্রতিনিধি জানান, কুড়িগ্রামের চিলমারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আছমা বেগম চৌধুরী, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মো. জাকির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মো. মোজাফফর হোসেন প্রমুখ।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বড়াইল ইউনিয়নের খারঘর গণকবরে দর্শনার্থীদের সুবিধার্থে বিশ্রামাগার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে বিশ্রামাগার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার পারভেজ আহমেদ, বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার শামসুল আলম সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক মোস্তফা রহমান নান্নু মাস্টার, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সাহন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রজ্জব আলী, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা জামাল, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম প্রমুখ।

খুলনা ব্যুরো জানান, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির, সরদার মাহাবুবার রহমান, কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পুলক কুমার মন্ডল প্রমুখ।

বগুড়া জেলা প্রতিনিধি জানান, শহীদ বুদ্ধিজীবী দিবসে বুধবার বেলা ১১টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ৩ দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু। এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভোলা, বীর মুক্তিযোদ্ধা এএইচএম আখতারুজ্জামান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার ইনচার্জ সহকারী অধ্যাপক কাজী মুনজুরুল হক, কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি প্রভাষক শহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা, স্কুল শাখা শিক্ষক প্রতিনিধি আঞ্জুয়ারা খাতুন, প্রাথমিক শাখার ইনচার্জ শরমিলা আকতারসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পাবনা প্রতিনিধি জানান, পাবনায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ‘দুর্জয় পাবনা’য় পুষ্পস্তবক ও আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বুদ্ধিজীবীদের স্মরণে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভে দাড়িয়ে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের কাউতলীতে শহীদ স্মৃতি সৌধ হিরন্ময়ে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, পৌর মেয়র মিসেস নায়ার কবীরসহ স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ পরিষদ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ