মশাবাহিত রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এবার হুঁশিয়ারি বার্তা দিলেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।
সোমবার (১২ ডিসেম্বর) রাজধানীর গুলশান-২–এ নগর ভবন মিলনায়তনে ‘কিউলেক্স মশার প্রকোপ-নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় হুঁশিয়ারি দেন সিটি মেয়র।
তিনি ঢাকা উত্তরের নিজ নিজ মালিকানাধীন জায়গা ও জলাশয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন। এর ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন সিটি মেয়র।
এ সময় আতিকুল বলেন, ঢাকা শহরের কোনো জায়গা কিন্তু মালিক ছাড়া নাই। ঢাকার প্রতিটি জায়গা হয় ব্যক্তি মালিকানাধীন অথবা কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের অধীন। অতএব মালিক বা প্রতিষ্ঠানগুলোকে নিজেদের জায়গা ও জলাশয় পরিষ্কার করতে হবে। আমি সবাইকে সাত দিন সময় দিচ্ছি। সাত দিন পর আমি বিভিন্ন এলাকা পরিদর্শন করব। ডিএনসিসির ম্যাজিস্ট্রেট অভিযান চালাবে।
তিনি আরো বলেন, এ সময় কোথাও মশার প্রজননক্ষেত্র পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মশার প্রজননক্ষেত্র পেলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ছাড় দেয়া হবে না। নিয়মিত মামলা দেয়া হবে। সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হবে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ