ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফখরুল-আব্বাসসহ ৪ জনের জামিন শুনানি সোমবার

প্রকাশনার সময়: ১১ ডিসেম্বর ২০২২, ১৪:০১ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২২, ১৭:৩৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৪ জনের জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেছে আদালত।

সোমবার (১২ ডিসেম্বর) তাদের বিরুদ্ধে করা মামলার শুনানি হবে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ।

রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তাদের জাবিন আবেদন করা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছাড়াও সোমবার যাদের বিরুদ্ধে মামলার শুনানি হবে-বিএনপি নেতা আব্দুস সালাম ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

এর আগে শুক্রবার (৯ ডিসেম্বর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ