ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

কদমতলীতে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ৫

প্রকাশনার সময়: ১৫ আগস্ট ২০২১, ২১:৫০

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে অপহৃত ৩ বছরের শিশু মো. ওমর ফারুককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আলীম, সজীব চন্দ্র দাস, শ্যামা মনি দাস, বাবুল সরকার ও মিনুকা রানী নামের ৫ জনকে গ্রেফতার করা হয়।

কদমতলী থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন মীর জানান, গত ৫ আগস্ট ফারুককে কদমতলীর বাসা থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. মেহেদী হাসান থানায় মামলা করেন।

বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে পুলিশ। এরপর ঘটনাস্থল ও আশপাশ এলাকার রাস্তার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কদমতলী থানার জুরাইন রেলগেট থেকে আলীমকে গ্রেফতার করা হয়।

পরে তার দেয়া তথ্যমতে ঢাকা জেলার ধামরাই থানার নান্না সোয়াপুর এলাকা হতে সজীব চন্দ্র দাস ও শ্যামা মনি দাসকে আটক করে পুলিশ।

এরপর তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মানিকগঞ্জ জেলার ঘিওর থানার উত্তর শ্রীবাড়ী হতে বাবুল সরকার ও মিনুকা রানীর কাছ থেকে শিশু মো. ওমর ফারুককে উদ্ধার করা হয়।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ