ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

গোলাপবাগে বাড়ছে বিএনপি কর্মীদের ভিড়

প্রকাশনার সময়: ০৯ ডিসেম্বর ২০২২, ২২:০৩

ঢাকা দক্ষিণের সায়েদাবাদ এলাকার গোলাপবাগ মাঠে গণসমাবেশ করার জন্য পুলিশের অনুমতি পেয়েছে বিএনপি। বিকেলে অনুমতি পাওয়ার পর থেকেই সেখানে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শীত ও ভয়কে উপেক্ষা করে গোলাপবাগ মাঠে জড়ো হয়েছেন বিএনপির হাজারো নেতাকর্মী। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কাল সমাবেশ শুরু হবার আগেই জনস্রোত নামবে গোলাপবাগ মাঠ ও এর আশেপাশের এলাকায়।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলেই গোলাপবাগ মাঠে বিএনপির হাজারখানেক নেতাকর্মীকে দেখা গেছে। এসময় তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সেখানে আসছেন।

তবে, পুলিশ বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার আনুমতি দিলেও শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে- রাজনৈতিক সমাবেশ আয়োজনে বিএনপি'র কাছ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) এখন পর্যন্ত কোনও আবেদন পায়নি। আবেদন পাওয়ার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

সমাবেশস্থলে আসা একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, তারা বেশিরভাগই ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে এসেছেন। গ্রেফতার এড়াতে দু-তিনজন করে আলাদা আলাদাভাবে এসেছেন। ঢাকায় এসেও তারা পৃথকভাবে নিজ নিজ উদ্যোগে থাকার ব্যবস্থা করেন। সমাবেশের অনুমতির খবর মিলতেই দ্রুত মাঠে চলে এসেছেন।

এদিকে, একদিকে নেতাকর্মীদের স্লোগানে গোলাপবাগ মাঠে সমাবেশের আমেজ, অন্যদিকে পুরোদমে চলছে মঞ্চ বানানোর কার্যক্রম।

এর আগে দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধিদল। সেখানে গোলাপবাগে বিএনপিকে সমাবেশ করতে অনুমতি দেয় পুলিশ।

বৈঠক থেকে বেরিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘গোলাপবাগে গণসমাবেশ করতে আমরা অনুমতি পেয়েছি। শনিবার বেলা ১১টার দিকে এ সমাবেশ শুরু হবে।’

এদিকে, বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশও। ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বিএনপির প্রস্তাবিত দাবির পরিপ্রেক্ষিতে তাদের গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ