ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কমলাপুর রেলওয়ে স্টেশনে সতর্ক অবস্থানে পুলিশ

প্রকাশনার সময়: ০৯ ডিসেম্বর ২০২২, ১৪:২৭

বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কমলাপুর রেলওয়ে স্টেশনেও বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি।

ক্ষেত্রবিশেষ সন্দেহজনক কাউকে পেলে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিও করা হচ্ছে। তবে অন্যান্য দিনের চেয়ে শুক্রবার (৯ ডিসেম্বর) স্টেশনের যাত্রীর চাপ অনেক কম বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।

কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, বাইরে একসঙ্গে বেশি মানুষকে জটলা করতে দিচ্ছে না পুলিশ। কোনো ধরনের দলবদ্ধ অবস্থান থাকলেই তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া স্টেশনের ভেতরে রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি পুলিশ বুথেও পর্যবেক্ষক টিম কাজ করছে।

স্টেশনে দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকার বাইরে থেকেও খুব কম যাত্রী আসছে। যাত্রীরা আতঙ্কে থাকায় এমনটি হতে পারে।

খালিদ সাইফুল্লাহ নামে একজন বলেন, স্টেশনে ঢোকার সময় আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। টিকেট চেকসহ কোথায় যাব, কেন যাব জানতে চাওয়া হয়েছে৷ তবে হয়রানিমূলক কিছুই হয়নি।

পুলিশ বলছে, সুনির্দিষ্ট তথ্য থাকলে আমরা চেকপোস্ট স্থাপন করে তল্লাশি করি। কমলাপুর রেলস্টেশন এলাকায় চেকপোস্ট বসানোর পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ