বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ (০৮ ডিসেম্বর) রাতে বা আগামীকাল (শুক্রবার) দেশে ফিরছেন।
এর আগে ১০ ডিসেম্বরের গণসমাবেশকে সামনে রেখে তিনি গত ০১ ডিসেম্বর লন্ডনে, পরে যুক্তরাষ্ট্র যান বলে দলীয় সূত্রে জানা যায়। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বলে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এদিকে বিএনপির ঢাকায় বিভাগীয় সমাবেশের কয়েকদিন আগে দলের এই নীতিনির্ধারণী পর্যায়ের শীর্ষ নেতার বিদেশ যাওয়া ও সমাবেশের আগে ফিরে আসা নিয়ে জল্পনা-কল্পনা চলছে রাজনৈতিক মহলে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘খসরু ভাই বিদেশে গেছেন। কী কারণে গেছেন, সেটি জানি না।’
তবে বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘লন্ডনে তারেক রহমান সাহেবের সাথে দেখা করে, তারপর আমেরিকায় থাকা তার পরিবারের কাছে যান তিনি। সেখান থেকে আজকে রাতে দেশে ফিরতে পারেন।’
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ