ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সমাবেশের দায়-দায়িত্ব সরকারের : মির্জা ফখরুল

প্রকাশনার সময়: ০৮ ডিসেম্বর ২০২২, ১৩:৪৭

বিএনপির ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশের আগেই পরিস্থিতি সংঘাতময় হয়ে উঠছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশর সাথে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ চলাকালে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে পল্টন মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

এদিকে শনিবারেই (১০ ডিসেম্বর) ঢাকায় বিএনপির পূর্ব নির্ধারিত গণসমাবেশ অনুষ্ঠিত হবে- এমন প্রত্যয় ব্যক্ত করে এই সমাবেশ যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে, তার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কাকরাইল নাইটেঙ্গেল মোড় দিয়ে কেন্দ্রীয় কার্যালয় প্রবেশ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন মির্জা ফখরুল। পুলিশ তাকে ঢুকতে না দিলে বাধার মুখে ফিরে যেতে বাধ্য হন তিনি। এ সময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, এর (সমাবেশের) দায়-দায়িত্ব থাকবে সরকারের। কোথায় সমাবেশ হবে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটা জানিয়েছি। আবার জানাবো।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ