ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির করোনায় মৃত্যু

প্রকাশনার সময়: ১৫ আগস্ট ২০২১, ১৭:৪১

১০ ট্রাক অস্ত্র মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম মারা গেছেন।

রোববার (১৫ আগস্ট) ভোর ৬টায় তিনি রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

কারা সূত্র জানায়, গত ২৬ জুলাই রহীমের কোভিড শনাক্ত হওয়ার পর তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ৩১ জুলাই সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম আবদুর রহিমকে ১৯৯৬ সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার বাধ্যতামূলক অবসর দেয়। পরে তিনি রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেন। জোট সরকার ক্ষমতায় এলে এই ব্যবসায়ী ও সাবেক সামরিক কর্মকর্তাকে এনএসআই মহাপরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ