রুহুল কবির রিজভী বিএনপির দলীয় কার্যালয়ের দফতরের দায়িত্ব সামলিয়েছেন। এবার তার দায়িত্ব সামলাবেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। দফতরের দায়িত্ব সামলানোর পাশাপাশি রিজভী আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদেও। এদিকে দলটির সাংগঠনিক সম্পাদক পদে আছেন প্রিন্স।
বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে এদিন রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও বিএনপি নেতা আব্দুস সালামসহ প্রায় ৩৫ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।
বিকেল সাড়ে ৫টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে তাদের আটক করা হয়।
তারও আগে দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও ২০ জন আহত হন।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ