বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের বাকি আরো দুদিন। এরই মধ্যে রাজধানীর নয়াপল্টন কার্যালয়ে দেখা দিয়েছে উৎসবের আমেজ।
বুধবার (০৭ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টন কার্যালয়ের দেখা যায়, ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে অবস্থান করছেন। অবস্থানরত নেতাকর্মীদের জন্য সার্বক্ষণিক খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এজন্য কার্যালয়ের নিচতলায় রান্নার আয়োজন করা হয়েছে। খিচুড়ি রান্নার জন্য পেঁয়াজ ও রসুনসহ মসলা তৈরিতে ব্যস্ত একদল কর্মী।
এর আগে মঙ্গলবার (০৬ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের শীর্ষ নেতা গোলাম মাওলা শাহিনের পক্ষ থেকে খিচুড়ির আয়োজন করা হয়। সকালেও রান্না হয়েছে খিচুড়ি, যা আগত সবাই খেয়েছেন।
এ প্রসঙ্গে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরীর নেতা কামাল হোসেন বলেন, শনিবারের গণসমাবেশ কেন্দ্র করে নেতাকর্মীর আনাগোনা কেন্দ্রীয় কার্যালয় বেড়েছে। তাদের খাবারের যেন কোনো অসুবিধা না হয় সেজন্য এখানেই রান্নার ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও বিএনপির কার্যালয়ের আশেপাশে ঘুরে দেখা যায় সেখানে বিভিন্ন ধরনের ভ্রাম্যমাণ দোকানের সংখ্যা বেড়েছে। বেড়েছে চা, পানের দোকান। এমনকি উৎসুক জনতার আনাগোনা ও বেড়েছে কয়েকগুণ।
এদিকে আজ সকাল থেকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েক প্লাটুন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এ সময় তাদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। সেই সাথে নয়াপল্টন কার্যালয়ে প্রবেশের দুই পাশে ফকিরাপুল ও নাইটেঙ্গেল মোড়ে রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ, সাজোয়া যান, জলকামান।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ