আগামী ১০ই ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ। তবে সমাবেশের আর মাত্র দুই দিন বাকি থাকলেও এখনো ভেন্যু নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসায় বাড়ছে উত্তাপ। সরকারের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেয়া হলেও বিএনপি নয়াপল্টন বা আশেপাশের এলাকায়ই সমাবেশ করতে চায়।
এদিকে বুধবার (০৭ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নয়াপল্টনেই হবে বিভাগীয় সমাবেশ। যদি গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব দেয়া হয়, আমরা ভেবে দেখব।
অন্যদিকে বুধবার দুপুরে রাজধানীর বিজয় সরণিতে ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর শাখা উদ্বোধন অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রাস্তাঘাট বন্ধ করে বিএনপি সমাবেশ করলে, আইন রক্ষায় যা করার সরকার তাই করবে।
তিনি বলেন, ১০ ডিসেম্বর রাস্তাঘাট বন্ধ করে বিএনপি সমাবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে।
অন্যদিকে বুধবার দুপুরে নয়াপল্টন কার্যালয়ের দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে অবস্থান করছেন। অবস্থানরত নেতাকর্মীদের জন্য সার্বক্ষণিক খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এজন্য কার্যালয়ের নিচতলায় রান্নার আয়োজন করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরীর নেতা কামাল হোসেন বলেন, আগামী ১০ ডিসেম্বরের গণসমাবেশ কেন্দ্র করে নেতাকর্মীর আনাগোনা কেন্দ্রীয় কার্যালয় বেড়েছে। তাদের খাবারের যেন কোনো অসুবিধা না হয় সেজন্য এখানেই রান্নার ব্যবস্থা করা হয়েছে।
বিএনপির কার্যালয়ের আশেপাশে ঘুরে দেখা যায় সেখানে বিভিন্ন ধরনের ভ্রাম্যমাণ দোকানের সংখ্যা বেড়েছে। বেড়েছে চা, পানের দোকান। এমনকি উৎসুক জনতার আনাগোনা ও বেড়েছে কয়েকগুণ।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ