চলছে উপমহাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন। ইতোমধ্যেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়েছে। বিকেল ৩টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শুরু হবে দ্বিতীয় অধিবেশন। সেখানে সভাপতি-সাধারণ সম্পাদক প্রার্থীর নাম প্রস্তাব ও পাসের পর সেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কাছে যাবে। সেখানে প্রধানমন্ত্রী প্রার্থীদের সিভি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবেন।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, সম্মেলন শেষ হওয়ার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী নেতৃত্ব আসছে এমন গুঞ্জন উঠেছে।
সংগঠনসূত্রে জানা যায়, প্রায় সাড়ে চার বছর পর লড়াই, সংগ্রাম, ইতিহাস ও ঐতিহ্যবাহী এ সংগঠনটির সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। সম্মেলনের তারিখ ঘোষণার পর সংগঠনের শীর্ষ দুই পদ পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন পদপ্রত্যাশীরা। তবে, তাদের মধ্যে নারী নেতৃত্বের বিষয়টি বেশ আলোচনায় রয়েছে। এবারের সম্মেলনে নারী নেতৃত্বের বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখছে আওয়ামী লীগ।
জানা যায়, ছাত্রলীগের ৭৪ বছরের ইতিহাসে সংগঠনের শীর্ষ দুই পদ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে কোনো নারী নেতৃত্ব দেখা যায়নি। চারদলীয় জোট সরকারের আমলে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন মারুফা আক্তার পপি। তিনি দায়িত্বের সঙ্গে সংগঠন পরিচালনা করলে তাকে সভাপতি পদে নির্বাচিত করার দাবিও ওঠে। কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত তা হয়নি। সর্বশেষ কয়েকটি সম্মেলনে নারী নেতৃত্বের বিষয়টি বেশ আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তা আসেনি। তবে, এবার নারী নেতৃত্বের বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক নেতা।
আসন্ন সম্মেলনে নারীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও কবি সুফিয়া কামাল হলের সাবেক সাধারণ সম্পাদক তিলোত্তমা সিকদার; ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রনক জাহান রাইন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সভাপতি ফরিদা পারভীন।
নারী নেতৃত্বের বিষয়ে আ ফ ম বাহাউদ্দিন নাছিম গণমাধ্যমকে বলেন, ‘নারীদের মধ্যে যদি যোগ্যতা থাকে তাহলে অবশ্যই নেতৃত্বে আসতে পারে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য নারী নেত্রী রয়েছে।’
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ