প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম আসছেন আজ। তার আগমনে বন্দরনগরে সাজ সাজ রব। নেতাকর্মীদের প্রচার-প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পলোগ্রাউন্ডের জনসভায় তিনি কী বার্তা দেবেন তা শুনতে মুখিয়ে আছেন তারা।
এদিকে সাংবাদিকদের ব্রিফ্রিংয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীন বলেছেন, চট্টগ্রাম আওয়ামী লীগ ও সর্বস্তরের জনগণ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত। তিনি আরো বলেন, আজকের জনসভা উপলক্ষে চট্টগ্রাম মহানগর জনসমুদ্রে পরিণত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনব্যাপী সফরে রোববার সকালে চট্টগ্রাম আসবেন এবং বেশ কয়েকটি কর্মসূচিতে যোগদান করবেন। তিনি সকালে ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সামরিক বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দেবেন। দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২২ যোগ দেবেন।
তিনি সেখানে কুচকাওয়াজের সালাম গ্রহণ করবেন। সেখান থেকে দুপুরে হেলিকপ্টারে চট্টগ্রাম স্টেডিয়ামে আসবেন। স্টেডিয়াম থেকে গাড়িতে করে প্রধানমন্ত্রী পলোগ্রাউন্ডে জনসভায় যোগ দেবেন।
এদিকে গতকাল শনিবার চট্টগ্রামের জনসভা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণের জন্য কী করেছে, চট্টগ্রামের জনসভায় সেই বার্তা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, পলোগ্রাউন্ডে মাঠের চেয়ে মাঠের বাইরে আরো ৮-১০ গুণ মানুষের উপস্থিতি থাকবে। প্রধানমন্ত্রী জনসভা থেকে আওয়ামী লীগ সরকার জনগণের জন্য কী করেছে সেই বার্তা দেবেন।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ