ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

যুবদল সভাপতি টুকুসহ ৪ জনকে আটকের অভিযোগ

প্রকাশনার সময়: ০৩ ডিসেম্বর ২০২২, ২৩:৪৬ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২, ০০:৪০

বিএনপির রাজশাহী বিভাগের গণসমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে সাভারের আমিন বাজার থেকে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নরুল ইসলাম নয়নকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। বর্তমানে তাদের দুই জনকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) রাতে নয়া শতাব্দীকে এই তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, রাজশাহীর গণসমাবেশ থেকে ফেরার পথে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ দুই জনকে ডিবি পরিচয়ে আটক করা হয়েছে। সমাবেশ শেষে তারা মাইক্রোবাসে করে ঢাকা ফিরছিলেন।

শায়রুল কবির খান আরো বলেন, গুলশানে ম্যাডাম খালেদা জিয়ার বাসভবনের দুই পাশেও চেকপোস্ট বসিয়েছে পুলিশ। কি কারণে এই চেকপোস্ট বসানো হয়েছে তা পুলিশ ভালো বলতে পারবে বলেও জানান তিনি।

বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, সেসময় গাড়িতে থাকা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাভেদ হাসান স্বাধীন এবং টুকুর ব্যক্তিগত সহকারী মোখলেসুর রহমানকেও আটক করা হয়েছে।

তবে, এই বিষয়ে তাৎক্ষণিক পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ