রাজশাহীর গণসমাবেশের মধ্য দিয়ে ঢাকার বাইরে বিএনপির কর্মসূচি শেষ হচ্ছে আজ। বিভাগীয় সমাবেশে যোগ দিতে ইতোমধ্যে রাজশাহী এসে পৌঁছেছেন বিভিন্ন জেলার নেতাকর্মীরা।
সমাবেশে যোগ দিতে শনিবার (০৩ ডিসেম্বর) ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আসছেন। অনেকেই মাঠের মধ্যে মিছিল করছেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠছে সমাবেশস্থল।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে বাস চলাচল বন্ধ। ধর্মঘটের আওতায় সিএনজিচালিত অটোরিকশা ও থ্রি-হুইলারও। কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন রাজশাহী। এছাড়াও পথে পথে বাধা বিপত্তি। বিভিন্ন পয়েন্টে পুলিশি তল্লাশি উপেক্ষা করে দুই থেকে চার দিন আগে রাজশাহীতে প্রবেশ করে দলটির নেতাকর্মীরা।
তবে বিএনপির অন্য বিভাগের সমাবেশের মতো রাজশাহীর সমাবেশের আগে থেকেই মাঠে প্রবেশ করতে পারছেন না নেতাকর্মীরা। পাশেই ঈদগাহ মাঠে সামিয়ানা টানিয়ে অবস্থান নিয়ে ছিলো বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা। ফলে মাঠের অদূরেই যেন পরিণত হয় আরেক সমাবেশে। তবে শনিবার ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মাদরাসা মাঠে প্রবেশ করছেন।
দলটির নেতারা বলেন, সমাবেশকে বাধাগ্রস্ত করতে যতটুকু প্রক্রিয়া রয়েছে সমস্ত কিছু করা হয়েছে। রাজশাহী থেকে পুরো বিভাগকে বিচ্ছিন্ন করা হয়েছে। এত বাধা সত্ত্বেও নেতাকর্মীরা বিভিন্নভাবে নগরীতে প্রবেশ করেছে। এই সমাবেশ সকল রেকর্ড ভেঙে আশা করা হচ্ছে সবচেয়ে বড় জমায়েত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ