ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নভেম্বরে ১৩৪ কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি

প্রকাশনার সময়: ০২ ডিসেম্বর ২০২২, ১৮:৫৭

চলতি বছরের নভেম্বর মাসে ১৩৪ দশমিক ৩৭ কোটি টাকার পণ্য, অস্ত্র ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২ ডিসেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৯৮৯টি ইয়াবা বড়ি, দুই কেজি ১৬২ গ্রাম ক্রিস্টাল মেথ, ১২ হাজার ৫৭৬ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ৯১০ বোতল বিদেশি মদ, ২১৪ লিটার দেশি মদ, এক হাজার ৩১৫টি বিয়ারের ক্যান, এক কেজি ৮৮১ গ্রাম গাঁজা, চার কেজি হেরোইন, ২৩ হাজার ৯৭৪টি উদ্দীপক ইনজেকশন, আট হাজার ৫৯২টি এসকুফ সিরাপ ও এক হাজার ৬১৮টি বোতল এমকেডিল/কফিডিল।

এছাড়াও, ৫৫ দশমিক ৫৪৬ কেজি সোনা, সাত কেজি রুপা, দুই লাখ ১২ হাজার ৫৬৩টি প্রসাধনী, ১০ হাজার ৪৯৪টি ইমিটেশন জুয়েলারি, ১৭ হাজার ৪২৪টি শাড়ি, ছয় হাজার ১১টি থ্রি-পিস সেট, কম্বল ও শার্টের টুকরো; এক হাজার ৬৩১ পিস তৈরি পোশাক, দুই হাজার ৯৮৯ কাঠ, ছয় হাজার ৮০কেজি চা পাতা, ৭৪ চাজার ৫৩৩ কেজি কয়লা, একটি টাচস্টোন মূর্তি, ৬৮টি মোটরসাইকেল, দুটি ট্রাক/কাভার্ড ভ্যান, পাঁচটি পিকআপ ভ্যান, ২৪টি সিএনজি-চালিত অটোরিকশা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে সাতটি পিস্তল, আটটি বন্দুক, ককটেল, ২৪টি মর্টার শেল, ৫৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ