ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা অব্যাহত : কাদের 

প্রকাশনার সময়: ২৯ নভেম্বর ২০২২, ১৩:০৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বৈশ্বিক কারণে দেশেও দ্রব্যমূল্য বেড়েছে। এতে সাধারণ মানুষ কষ্টে আছে। তবে সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা অব্যাহত রেখেছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে নোয়াখালী সদর ও শহর আওয়ামী লীগের যৌথ ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় নেতা-কর্মীদের উদ্দেশে কাদের বলেন, মির্জা ফখরুলরা ষড়যন্ত্র করছে, আমরা কাজ করে তার জবাব দেব। আমরা জনগণের সাথে ছিলাম, আছি ও থাকবো।

তিনি আরো বলেন, একটা কথা মনে রাখবেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। যে বিশ্বাসঘাতকরা শেখ হাসিনা ও শেখ রেহানাকে এতিম করেছে, সে বিশ্বাস ঘাতকরাই বেগম খালেদা জিয়াকে বিধবা করেছে।

দলীয় নেতাকর্মীদের আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণের তাগিদ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না। খন্দকার মোশতাকও পরেছিল, কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ