ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

পঞ্চগড় ও কক্সবাজারে দুই গৃহবধূ খুন 

প্রকাশনার সময়: ১৪ আগস্ট ২০২১, ২১:৩২ | আপডেট: ১৪ আগস্ট ২০২১, ২১:৩৪

পঞ্চগড়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া কক্সবাজারের টেকনাফে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর

পঞ্চগড় : সদর উপজেলার রাতে রোকেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তবে হত্যাকারীকে কেউ দেখতে না পেলেও পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইছপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা গেছে নিহত গৃহবধূ রোকেয়া বেগম ওই এলাকার আব্দুল লতিফের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৮টার দিকে হঠাৎ বাড়ির উঠানের একপ্রান্তে গোংড়ানোর শব্দ শুনতে পান আব্দুল লতিফের মেয়ে হনুফা বেগম ও তার ছেলে শরিফুলের স্ত্রী। বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় তারা ভয়ে বাইরে বের হয়নি। পরে কিছুক্ষণ পর শরিফুল ইসলাম বাড়িতে ফিরলে তারা দুজনে তাকে বিষয়টি জানালে তিনি সঙ্গে সঙ্গে হাতে টর্চ লাইট নিয়ে ঘর থেকে বের হয়ে রান্নাঘরের সামনে গিয়ে দেখতে পান তার মা রোকেয়া বেগম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে।

পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে গৃহবধূ রোকেয়াকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার : গভীর রাতে বাড়িতে ঢুকে কক্সবাজারের টেকনাফে মোহসেনা আক্তার (২২) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ২টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালুখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহসেনা ওই গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী এবং দুই সন্তাদের জননী। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার সকালে কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই মো. মাহমুদুল হাসান মাহবুব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহত গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ