ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

ফেরি তদারকিতে সেনাবাহিনী, দিনে চালু রাতে বন্ধ

প্রকাশনার সময়: ১৪ আগস্ট ২০২১, ২১:২৫

পদ্মা সেতুর পিলারে একের পর এক ফেরি ধাক্কায় দেশের গুরুত্বপূর্ণ শিমুলিয়া-বাংলাবাজার রুটে সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে। দিনের বেলা সীমিত আকারে ফেরি চললেও রাতে বন্ধ রয়েছে ফেরিগুলো।

শনিবার দিনের বেলা ৪-৫টি ফেরি চলাচল করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও উভয় ঘাটে তদারকিতে ছিল সেনাবাহিনী। পাশাপাশি যে সব ফেরি চলছে সেগুলোতেও সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে বলে বিআইডব্লিউটিসি নিশ্চিত করেছে।

এদিকে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকলেও অনেক ট্রাক ঘাট এলাকায় জড়ো হয়েছে। এখনো পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি পারাপারে বিলম্ব হচ্ছে এবং অতিরিক্ত জ্বালানি ব্যয় হচ্ছে।

ভোমরা বন্দর থেকে চাল নিয়ে আসা ট্রাকচালক মফিজ মিয়া বলেন, আমরা কয়েকদিন আগে চাল নিয়ে ঘাটে আসছি। এখন ফেরিতে ট্রাক পারাপার সম্পূর্ণ বন্ধ। আমরা খুব ভোগান্তিতে আছি।

ফেরি কুঞ্জলতার মাস্টার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, ভারতের বেশ কয়েকটি নদীর পানি এখন পদ্মা নদী দিয়ে বহমান থাকায় তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। এই স্রোতে পদ্মা সেতুর পিলারগুলোতে এসে ঘূর্ণি স্রোতের তৈরি করেছে। এতে ওই পয়েন্টগুলোতে ফেরি নিয়ন্ত্রণ খুবই দুঃসাধ্য। আমরা খুব দুশ্চিন্তার মধ্য দিয়ে ফেরি চালাচ্ছি।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট ম্যানেজার মো. সালাহউদ্দিন বলেন, ফেরি পারাপার বর্তমানে সেনাবাহিনীর পর্যবেক্ষণ রয়েছে। গাড়ি উত্তোলন লোড-আনলোড সেনাবাহিনী পর্যবেক্ষণ করছে। এছাড়া পারাপারের সময় ফেরিতে সেনাবাহিনীর উপস্থিতি থাকছে। বর্তমানে জরুরি যানবাহন পারাপার করা হচ্ছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ