ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকায় সমাবেশ করবে গণঅধিকার পরিষদ

প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২২, ০৭:৩৯

নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আগামী ২ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে গণঅধিকার পরিষদ।

শুক্রবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ১৬ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে জেলা ও বিভাগীয় পর্যায়ে সমাবেশ, দলের আর্থিক সংকট নিরসনে ‘পাবলিক ফান্ড’ সংগ্রহ করা এবং আগামী ২০ ও ২১ জানুয়ারি দুই দিনব্যাপী দলের প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতির বক্তব্যে দলের আহবায়ক ড. রেজা কিবরিয়া বলেন, গত ১৩ বছরে এই সরকার দেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আওয়ামী লীগ সরকারকে অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সেই সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান তিনি।

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, দেশের অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস করে এবং হাজার হাজার কোটি টাকা পাচার করে রাতের ভোটের এই সরকার এখন নিজেই বেকায়দায় পড়েছে।

সভায় নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, নিত্যপণ্যের দাম কমানোর দাবি, বিরোধী রাজনৈতিক দলসমূহের সভা-সমাবেশে হামলা-বাধা, গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে আগামী ২ ডিসেম্বরের সমাবেশে সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ