বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণ অভ্যুত্থান যে হবে, এটা নিশ্চিত থাকেন। তার আলামত ও লক্ষণ আপনি যদি রাজনীতি করে থাকেন, তাহলে বুঝতে পারবেন। বর্তমান যে আলামত ও লক্ষণ দেখা যাচ্ছে, তাতে একমুহূর্ত ভাবার উপায় নেই- এ সরকার টিকবে। তাই আগামী দিন বিএনপির দিন; খালেদা জিয়ার কর্মীদের দিন; তারেক রহমানের কর্মীদের দিন; স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মীদের দিন।
শুক্রবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, বর্তমান আওয়ামী লীগের নেত্রী বিরোধী দলে থাকা অবস্থায় থেকেই আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে এমন কোনো অপপ্রচার নেই যে তিনি করেন নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, জাতীয় সরকারের অধীনেই হোক আর নির্দলীয় সরকারের অধীনে হোক, যদি প্রধানমন্ত্রীর আসনে শেখ হাসিনা না থাকে আর সুষ্ঠু নির্বাচন হলে আমার ধারণা, গোপালগঞ্জ থেকেও তারেক রহমান জিতবেন।
তিনি বলেন, ঢাকায় জনসমাবেশ করতে আমরা নির্দিষ্ট একটা জায়গা চেয়েছি; দিলে ভালো। আর টালবাহানা করে কোনো লাভ নেই। সারা ঢাকা শহরে মানুষ দিয়ে সয়লাব হয়ে যাবে। নির্দিষ্ট কোনো জায়গায় তখন সমাবেশ হবে না। সারা ঢাকা শহরেই তিন-চার দিন ধরে সমাবেশ হবে। আমার মনে হয়, ঢাকা শহরে সপ্তাহব্যাপী সমাবেশ হবে। কারণ, অন্যান্য বিভাগে তিন-চার দিন ধরে হয়েছে।
আয়োজক সংগঠনের উপদেষ্টা এম নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ শাহজাদা মিয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জিয়া নাগরিক ফোরামের সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ