ঢাকা, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১, ২৫ রবিউস সানি ১৪৪৬
দ্বিতীয় দফায় ৭ম দিনে বিশেষ লকডাউনে শেষ দিন আজ

 চাঁপাইনবাবগঞ্জে সংক্রমনের হার কমছে   

প্রকাশনার সময়: ০৭ জুন ২০২১, ১৮:০১

চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দফায় ৭ম দিন কঠোর লকডাউনের শেষ দিন আজ। গত দেড় মাসের মধ্যে করোনা সংক্রমণের হার সবচেয়ে কম। গত ২৪ ঘণ্টায় ৩৯২ জনের করোনা নমুনা সংগ্রহ করলে ৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। যা শতকরা ১৯.১৩ শতাংশ। যা রোববার এই জেলায় করোনা সংক্রমনের হার ছিল ৪০.৬৮ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। তিনি আরো বলেন, আজকের ফলাফলে করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালে বা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে কেউ মারা যায়নি। তবে তিনি একথা বলেন, একদিনের করোনার ফলাফল দিয়ে কিছু বলা যায় না। আগামী ৮-১০ দিনের মধ্যে করোনার একটি দৃশ্যমান ফলাফল পাওয়া যাবে জেলায়। জেলায় এখন আক্রান্ত হয়েছে ২৫৬৪ জন। আর মারা গেছেন ৫৬ জন।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, কঠোর লকডাউনে বিধি নিষেধ না মানায় ১২টি নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাঠে কাজ করছেন।

সম্প্রতি জেলায় করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত ২৫ মে থেকে জেলায় সর্বাত্মক কঠোর লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ