সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় পদক পেলেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান। এ বছর অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজে বীরত্বর্পূণ প্রদর্শনের স্বীকৃতি হিসেবে তিনি এ রাষ্ট্রীয় পদক পান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ তার কাজের স্বীকৃতি স্বরূপ ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা)’ পদকে তাকে সম্মানিত করা হয়।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) পদক বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের সন্মানিত সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও অনুষ্ঠানের সভাপতি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সম্মানিত মহাপরিচালক মো. মাইন উদ্দিন তাকে রাষ্ট্রপতি পদক পরিয়ে দেন।
উল্ল্যেখ্য, মো. রায়হানের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পাঁচগাছিয়া গ্রামে। ২০১৮ সালে ০৯ সেপ্টেম্বর ‘বাংলাদশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’ স্টেশন অফিসার হিসেবে যোগদান করেন তিনি। তিনি বর্তমানে নরসিংদী ফায়ার স্টেশনে স্টেশন অফিসার হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ