পদ্মা নদীতে পানি বৃদ্ধির সঙ্গে স্রোতের অস্বাভাবিক গতিবেগও রয়েছে। যার ফলে বাংলাবাজার-শিমুলিয়া নৌ রুটের ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার রাত ৯ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন। এতে নদীর উভয়পাড়ে পণ্যবাহী ট্রাকসহ ৫ শতাধিক যানবাহন আটকা পড়েছে। এতে বিপাকে পড়েছেন অনেক যাত্রী।
বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্র জানায়, কয়েকদিন ধরে পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বাড়ার সঙ্গে স্রোতের গতিবেগও বেড়েছে। নৌ চ্যানেলের বেশ কয়েকটি স্থানে ঘূর্ণিস্রোতের সৃষ্টি হয়েছে। ফলে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। স্রোতের সাথে পাল্লা দিয়ে চলতে না পারায় এ রুটের ডাম্ব ফেরিগুলো কয়েকদিন ধরে বন্ধ রাখা হয়। এছাড়া শুক্রবার সকাল থেকে তিনটি কে টাইপ ও একটি ছোট ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছিল।
এদিকে ফেরি চলাচল অস্বাভাবিক হওয়ার কারণে ঘাট এলাকায় ছোট-বড় ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের সহ ব্যবস্থাপক সামসুল আবেদীন বলেন, নদীতে প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। রাত ৯ টা থেকে ফেরি বন্ধ রয়েছে। সকাল থেকে ৪ টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হয়েছে। তবে রাতে ফেরি চলাচল বন্ধ হওয়ার ফলে ঘাটে কিছু পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।
এদিকে স্রোতের কারণেই গত কয়েকদিনে পদ্মা সেতুর পিলারে ফেরির চারদফা ধাক্কা লেগেছে বলে মনে করেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সর্বশেষ শুক্রবার সকালে সেতুর ১০ নম্বর পিলারে ফেরি কাকলির ধাক্কা লাগে। এ ঘটনায় ফেরির মাস্টার বাদল হোসেন ও সুকানি আবদুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ