জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান সরকারের উদ্দেশ্যে বলেছেন, জনগণের ভোটারাধিকার, মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দিন। অন্যথায় যে কোনো পরিস্থিতির জন্য আপনারা (আওয়ামী লীগ) দায়ী থাকবেন।
বুধবার (১৬ নভেম্বর) রাজধানীর আসাদ গেট জিইউপি মিলনায়তনে জগপা আয়োজিত মওলানা ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী দিবসে ‘গণতন্ত্র ফিরিয়ে দাও’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় আরো বক্তব্য রাখেন, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, কেন্দ্রীয় নেতা রিয়াজ রহমান, মো. সানি, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, আক্তার হোসেন, জাগপা ছাত্রলীগের বেলাল হোসেন, রিয়াজ উদ্দিন প্রমুখ।
ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, গণতন্ত্রহীন বাংলাদেশের নামফলক আওয়ামী লীগই স্থাপন করেছে। স্বাধীনতার ৫০ বছরে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই আঘাত এসেছে লাখো শহীদদের রক্তে কেনা স্বাধীন ভূখণ্ডের ওপর।
স্বাধীনতার (বাংলাদেশের) মহান স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, দেশের বর্তমান সংকটে ভাসানীর অভাব দেশবাসী অনুভব করছে। আজ দেশের এই ভয়াবহ সংকট মোকাবিলায় একদিকে মওলানা ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম শফিউল আলম প্রধানদের শূন্যতা অন্যদিকে দেশনেত্রী খালেদা জিয়া কারাগারে। তাই দেশে নিদারুণ নেতৃত্বের সংকট দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) মওলানা ভাসানীর ৪৬তম ওফাত দিবস উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন জাগপার নেতারা।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ