ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে রিমান্ড শেষে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার রাত ৭টার দিকে তাকে প্রিজনভ্যানে করে কারাগারে আনা হয়।
জানা যায়, পরীমণিকে কারাগারের কোয়ারেন্টিন সেন্টার রজনীগন্ধা ভবনে নেওয়া হয়, যেখানে নতুন আসা সব বন্দিদের কোয়ারেন্টিনে রাখা হয়। সেখানকার নিয়মানুযায়ী কারাগারের কোয়ারেন্টিন সেন্টারে ১৫ দিন রাখা হবে পরীমণিকে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব-মহিলা কারাগার) মো. আব্দুল জলিল বলেন, ‘সাধারণ নিয়ম অনুযায়ী নতুন বন্দিদের ১৫ দিন কোয়ারেন্টিনে রাখা হয়। কোনো কোনো ক্ষেত্রে ৭ দিন পরও সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরীমণিকেও ১৫ দিন কোয়ারেন্টিনে রাখা হবে। নতুন নির্দেশনা পেলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।’
এদিকে, কোয়ারেন্টিন শেষে পরীমণি ডিভিশন পাবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনিয়র এই জেল সুপার। অভিনেত্রীর অন্যতম আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর এক আবেদনের ওপর ভিত্তি করে তাকে ডিভিশন দেওয়ার আদেশ দেওয়া হয়।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় দুই দফায় রিমান্ড শেষে পরীমণিকে শুক্রবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। উভয়পক্ষের শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের বিচারক।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ