দীর্ঘদিনের প্রস্তুতি নিয়েই বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। আর এতে আন্তর্জাতিকভাবেও অনেকেই যুক্ত।
শুক্রবার(১৩ই আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এসময় জাতির পিতাকে অস্বীকার করে যারা দেশে রাজনীতি করছে, জাতির স্বার্থেই তাদের রাজনৈতিক কর্মকান্ড আইন করে বন্ধ করার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
মন্ত্রী বলেন, স্বাধীনতার ইতিহাস বিকৃতকারীদের এখনো পুরোপুরি নির্মূল যায়নি। চক্রান্তকারীদের মুখোশ না খোলা গেলে ভবিষ্যতে সঠিক ইতিহাস সংরক্ষণ আরো কঠিন হবে বলেও হাসান মাহমুদ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু হত্যায় জড়িত দেশি-বিদেশি কুশিলবদের মুখোশ উন্মোচন করার জন্য কমিশন গঠন করার দাবি জানান সাংবাদিক নেতারা। তারা বলেন, নতুন প্রজন্মের জন্য ইতিহাসের সত্য ঘটনা অনুযায়ী সকল তথ্য প্রকাশ করতে হবে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন ধংস করতেই সপরিবারে তাঁকে হত্যা করা হয় বলেও জানান সাংবাদিক নেতারা।
নয়া শতাব্দী/এসইউ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ