ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকায় কাল থেকে ৩০ কোম্পানির বাসে ই-টিকেটিং 

প্রকাশনার সময়: ১২ নভেম্বর ২০২২, ১২:৫১ | আপডেট: ১২ নভেম্বর ২০২২, ১২:৫৪

আগামীকাল রোববার থেকে ই-টিকিটিংয়ের আওতায় আসছে রাজধানী মিরপুর অঞ্চলের ৩০টি বাস কোম্পানি।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

তিনি বলেন, আগামী বছরের ৩১ জানুয়ারি মধ্যে রাজধানীর ৬০টি ও আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে রাজধানী থেকে শহরতলি পর্যন্ত ৯৭টি বাস কোম্পানিকে ই-টিকিটিংয়ের আওতায় আনা হবে।

এনায়েত উল্যাহ বলেন, এতে মালিকরা ঘরে বসে তার ইনকাম জানতে পারবে। ঢাকায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ পদ্ধতি চালু করা হচ্ছে।

তিনি আরো বলেন, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় ঠেকাতে ই-টিকেটিং একটি কার্যকর পদ্ধতি। এটা একটা ভালো উদ্যোগ।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ