আজ শনিবার (১২ নভেম্বর) ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যেই এ সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। এদিকে ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটসহ বিভিন্ন বাধা অতিক্রম করে সমাবেশ শুরুর দুই দিন আগেই আশপাশের বিভিন্ন জেলা-উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে এসে জড়ো হয়েছেন।
বিএনপি নেতাকর্মীরা বলছেন, তাদের এ গণসমাবেশে ভিড় শহরের রাজবাড়ি রাস্তার মোড় ছাড়িয়ে দুই কিলোমিটার দূরে পর্যন্ত পৌঁছে যাবে। ইতোমধ্যেই গণসমাবেশের মূল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। গণসমাবেশের মাইক লাগানো হচ্ছে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সমাবেশের মাঠ ছাড়িয়ে ঢাকা-ফরিদপুর মহাসড়ক হয়ে শহর পর্যন্ত জনসমাগম ঘটবে।
বিএনপিকে ফরিদপুর বিভাগীয় সমাবেশটি করার জন্য শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুমতি চেয়েছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেয়া হয়নি। অবশেষে শহর থেকে ৬ কিলোমিটার দূরে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, সমাবেশকে কেন্দ্র করে ফরিদপুরের বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। ফরিদপুর জেলার বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালানো হচ্ছে। গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের সমাবেশকে প্রতিবন্ধকতার চেষ্টা করছে সরকার। আমাদের বিগত পাঁচটি বিভাগীয় সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে অত্যন্ত নার্ভাস ফিল করছে সরকার।
এদিকে শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় গণসমাবেশস্থলে এসে পৌঁছেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ