ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেশে ডলার সংকট নেই: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশনার সময়: ০৮ নভেম্বর ২০২২, ১৬:০০

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশে কোনো ডলার সংকট নেই। অর্থ পাচার বন্ধ করতে আমদানি-রফতানিতে এলসি দিতে সরকার বাড়তি সতর্কতা অবলম্বন করছে বলেও তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে বুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় আব্দুল মোমেন জানান, দেশে খনিজ ও জ্বালানি সম্পদের সংকট রয়েছে। এ সংকট সারাবিশ্বে বিদ্যমান। বিশ্বজুড়ে বর্তমানে গ্যাসেরও সংকট চলছে। বাংলাদেশেও গ্যাস সংকট আছে।

চলমান গ্যাস সংকট মোকাবেলায় চীন বাংলাদেশকে গ্যাস দেয়ার আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ