দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তিন বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন।
সোমবার (৭ নভেম্বর) বিষয়টি শুনানির জন্য বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রয়েছে।
এর আগে রোববার (০৬ নভেম্বর) মোহাম্মাদ হোসেনের পক্ষে আপিলটি দায়ের করেন ব্যারিস্টার সারোয়ার হোসেন।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর ঢাকার ষষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মাহবুব রহমান মোহাম্মাদ হোসেনকে তিন বছরের সাজা দিয়ে রায় ঘোষণা করেন। সেইসাথে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।
জ্ঞাত আয়বহির্ভূত ১৩ কোটি ১১ লাখ ৭১ হাজার ৫০৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা দায়ের করে দুদক। ২০১৬ সালের ১৫ জুন তাকে সম্পদের হিসাব দাখিল করতে নোটিশ দেয় দুদক। সে সময় তিনি কারাগারে ছিলেন। ২০১৬ সালের ২০ জুন কারাগারে দুদকের নোটিশ পান মোহাম্মদ হোসেন।
এরপর তিনি আইনজীবীর মাধ্যমে হিসাব দাখিলের জন্য সময় চাইলেও পরে তার সম্পদের হিসাব কমিশনে দাখিল করেননি। পরবর্তীতে ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন মামলাটি দায়ের করেন।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ